• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুর্নীতি প্রতিরোধে ভিন্নধর্মী মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

আলোচিত দুর্নীতির প্রতীক বালিশ, পর্দা, মেডিক্যাল কলেজের বই,  মশানিধন কর্মী, বালিশ তোলার কুলি এবং ক্যাসিনো প্রদর্শন করে ভিন্নধর্মী দুর্নীতিবিরোধী মানববন্ধন করেছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এ আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু বলেন, ‘দুর্নীতিবিরোধী সংগ্রামকে সর্বদলীয় রূপ দেওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। রাজনৈতিক সংগ্রাম ছাড়া স্থানীয়ভাবে দুর্নীতি নির্মূল অসম্ভব। আর সে লক্ষ্যে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলসমূহকে সততার সঙ্গে এক টেবিলে বসতে হবে।’

দুর্নীতির বর্তমান অবস্থার কথা টেনে তিনি বলেন, ‘দুর্নীতি আজ বাংলার সর্বাঙ্গে কুষ্ঠ রোগের মতো সংক্রমিত হয়েছে। রাষ্ট্র ও সমাজের এমন কোনও অঙ্গ খুঁজে পাওয়া মুশকিল হবে না, যেখান থেকে দুর্নীতির পচা গন্ধ পাওয়া যাচ্ছে না। তাই রাষ্ট্রকে বাঁচাতে দুর্নীতি নিয়ে আমাদের পারস্পারিক দোষারোপের বৃত্ত থেকে বের হয়ে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’

মানববন্ধন থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুর্নীতি নির্মূলের সর্বদলীয় কনভেনশন ডাকার দাবি জানান। মানববন্ধনে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা