• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুর্গা পূজা উপলক্ষে বটিয়াঘাটায় স্মরণিকার মোড়ক উন্মোচন

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

দুর্গা পূজা উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা সদরের ছিলিন্দামারী জগৎমাতা মন্দির থেকে প্রকাশিত শারদীয়া স্মরণিকা আরাধনার অষ্টম সংকলনের প্রকাশনা উৎসব ও সূধী সমাবেশ গত শুক্রবার সন্ধ্যা ছয় টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আরাধনার সম্পাদক শ্রীমতি কনিকা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মুহঃ হেলাল হোসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন, বটিয়াঘাটা সরকারি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস, থানার অফিসার ইনচার্জ রবিউল কবির, ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, ইউ,পি চেয়্যারম্যান মনোরঞ্জন মন্ডল।

মন্দিরের প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক সুনীল শুভ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এ,এস,পি নিখিল রঞ্জন মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের বটিয়াঘাটা উপজেলা সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, অধ্যাপক বিজয়কৃষ্ণ রায়, অধ্যাপক কুমারেশ সরকার, অধ্যাপক দিপক কুমার, অধ্যাপক সুরঞ্জন সানা, সাংবাদিক রতন সাহা, লেখক হরনাথ প্রমূখ।

প্রধান অতিথি প্রশ্নোত্তরে অর্পিত সম্পত্তি আইন বাতিল, পৈত্রিক সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার প্রতিষ্টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। সভার শুরুতেই আরাধনা স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সমাবেরেশ সভাপতি শ্রীমতি কনিকা রায়।

আজকের খুলনা
আজকের খুলনা