• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুবাই দুই সপ্তাহের জন্য লকডাউন

আজকের খুলনা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

দুবাইয়ে দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থা ও সংকট বিষয়ক সুপ্রিম কমিটির বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

এ ঘোষণায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কাউকে না যেতে কঠোরভাবে বলা হয়েছে। তবে পরিবারের যেকোনো একজন প্রয়োজনীয় পণ্য, যেমন- খাদ্য ও ঔষুধ নিতে বাড়ির বাইরে যেতে পারবে।

ঘোষিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হবে বলে জানায় দুবাইয়ের সরকারি মাধ্যম।

মহামারি করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন আক্রান্ত হয়েছে। বাণিজ্যনগরীটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৫ জনে। মারা গেছে ১০ জন।

আজকের খুলনা
আজকের খুলনা