• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ একনেকে অনুমোদন

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

খুলনার দিঘলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে । মঙ্গলবার (১৫ জুন ) একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ৩ একর জায়গার উপর স্টেডিয়ামটি নির্মিত হবে। বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

দিঘলিয়া উপজেলা প্রশাসন আতাই নগর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন প্রায় চার একর খাস জমি অবৈধ দখলমুক্ত করে খেলার মাঠ তৈরী করেছিল। চলতি বছরের ২৪ জানুয়ারি সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী উক্ত আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে এসে এই মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মোতাবেক দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠান। যার ধারাবহিকতায় ১৫ জুন একনেকের নিয়মিত বৈঠকে প্রস্তাবনাটি পাস হয়।

প্রস্তাবনাটি একনেকে পাস হওয়ার পর সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, স্টেডিয়ামটি নির্মিত হলে অত্র এলাকার যুব সমাজ খেলাধুলার প্রতি উৎসাহী হবে এবং এর মাধ্যমে তারা সুস্থ ধারায় ফিরে আসবে। প্রস্তাবনাটি একনেকে অনুমোদন লাভ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

আজকের খুলনা
আজকের খুলনা