• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত, ফসলের ক্ষতির আশঙ্কা

আজকের খুলনা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

দিঘলিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। আজ শনিবার দিঘলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি। আজ সকাল থেকে চারদিক ঢাকা ছিল ঘন কুয়াশায়। দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার সঙ্গে বাতাস থাকায় শীত পড়েছে বেশি। তীব্র শীতের কারণে শ্রমিক শ্রেণির মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। হাসপাতালেও শীতজনিত রোগীর চাপ বেড়েছে বলে জানা যায়। 

কৃষকরা বলছেন, তীব্র শীতের কারণে কৃষি ফসলের ক্ষতির আশঙ্কা করা হাচ্ছে। বিশেষ করে বীজতলা ও পানবরজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

আজকের খুলনা
আজকের খুলনা