• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দামোদর ইউনিয়নে সোয়া ৩ কোটি ২১ লাখ টাকার বাজেট উপস্থাপন

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ মে ২০১৯  


ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের আগামী ২০১৯-২০ অর্থ বছরের ৩ কোটি ২১ লাখ ৮১ হাজার ৫’শ ১২ টাকার বাজেট পরিকল্পনা করা হয়। এ উপলক্ষে এক বাজেট সভা বুধবার সকালে পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার উপ-পরিচালক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা, সনাক সভাপতি প্রফেসর আনোয়ারুল কাদির, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন। বাজেট উপস্থাপন করেন সচিব এস এম রজিবুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ইউপি সদস্য সরদার আঃ রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, শেখ আঃ রশিদ, নজরুল ইসলাম, মহাসিন বিশ্বাস, ইব্রাহিম হোসেন, মহিলা সদস্য বেগম শামসুন্নাহার, মিসেস কেয়া খাতুন, আকলিমা খাতুন প্রমুখ। সভায় দামোদর ইউনিয়নের এসএসসি-২০১৯ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া এবং ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায়ে বিশেষ অবদান রাখায় ইউপি সদস্য আঃ রহমান সরদার, মাসুদ পারভেজ মুক্ত ও গাজী আলমগীর হোসেনকে পুরস্কৃত করা হয়। 


 

আজকের খুলনা
আজকের খুলনা