• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে হ্যান্ডকাপসহ পলাতক মাদকের আসামি গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

দাকোপ উপজেলায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাবার ৭ ঘন্টা পর গ্রেফতার হয়েছে মাদক মামলার আসামি ইব্রাহিম শেখ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আচাভূয়া গ্রামের তার বাড়ি থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দাকোপ থানায় মামলা দায়ের হয়েছে। 
দাকোপ থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, গতকাল সকাল ১০টায় দাকোপের চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা থেকে মাদক মাদক মামলার আসামি ইব্রাহিম পালিয়ে যায়। দাকোপ থানা পুলিশ বাসে করে তাকে খুলনার আদালতে নিয়ে আসছিলো। আসামি ইব্রাহিম শেখ চালনা পৌরসভার আচাভূয়া গ্রামের আফতাব শেখের ছেলে। তার বিরুদ্ধে গোনারী এলাকার একটি হত্যা মামলাও রয়েছে।  
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুই পিস ইয়াবাসহ আচাভূয়া বাজার থেকে ইব্রাহিমকে আটক করে দাকোপ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসে করে তাকে খুলনায় আনার প্রস্তুতি চলছিলো। এজন্য ভ্যানে করে চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা আনা হয়। সেখানে বাসে ওঠানোর সময় বেলা ১১টার দিকে ইব্রাহিম পালিয়ে যায়। এ সময় তার হাতে হ্যান্ডকাপ ছিলো। তিনি আরও জানান, পলাতক ইব্রাহিমকে তার বাড়ির পাশের একটা বাড়ির পিছন থেকে গ্রেফতার করা হয়। সে হ্যান্ডকাপ ভাঙার চেষ্টা করছিলো।

আজকের খুলনা
আজকের খুলনা