• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে শুরু হয়েছে শীতকালীন শাকসবজির চাষ

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

খুলনার দাকোপে শুরু হয়েছে শীতকালীন শাকসবজির চাষাবাদ। সবজি চাষীরা ব্যস্ত হয়ে পড়েছেন শীতকালীন শাকসবজি চাষে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকরা বিভিন্ন এলাকায় লালশাক, সবুজশাক, মূলা, পালংশাক, ফুলকপি, পাতাকপি, ডাটাশাক, শিম, বেগুন, শশা, ঢেঁড়স, গাজর এবং লাউ চাষ পুরোদমে শুরু করেছেন। আগাম জাতের শীতকালীন শাকসবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। বর্তমানে বাজারে উঠা শীতকালীন সবজির দাম বেশি পাওয়ায় কৃষকরা খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা বলেন, সবজিচাষীরা এখন ব্যস্ত সময় পার করছেন।নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন শাকসবজি পাওয়া যাবে বলে তিনি জানান।

আজকের খুলনা
আজকের খুলনা