• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ লাখ ৫০ হাজার টাকা জারিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে বুধবার খুলনার দাকোপ উপজেলার চুনকরী ও পশুর নদীতে অবস্থিত এনার্জিপ্যাক কোম্পানির একটি প্রতিষ্ঠান ‘জি’ গ্যাস এলপিজি লিমিটেডে মোবাইল কোর্ট পরিচালনা করে।

জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করে প্রতিষ্ঠানের ইমারত নির্মাণ করায় ও মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক বোতল পাওয়ায় অভিযুক্ত মোঃ মিজানুর রহমান চৌধুরীকে পরিবেশ সংরক্ষণ আইনে ১০ লাখ টাকা এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনে আরো ৫০ হাজার টাকা মোট ১০ লাখ ৫০ হাজার টাকা জারিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান। এতে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস, এপিবিএন, উপজেলা ভূমি অফিস ও জেলা পুলিশ।

পরিবেশ সুরক্ষায় এবং অগ্নিকান্ড রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা