• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল জব্দ

আজকের খুলনা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

দাকোপে মা ইলিশ সংরক্ষনে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে পশুর নদী থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার ইলিশ মাছ ধরার ছান্দি ও বেলুন্দি জাল জব্দ করেছে। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারাদেশে পরিচালিত ৯ থেকে ৩০ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ’র নেতৃত্বে ১১ অক্টোবর শুক্রবার ভোর রাতে পশুর নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পশুর নদীতে ইলিশ মাছ ধরার ৩০ হাজার মিটারের ৩টি ছান্দি ও ১ টি বেলুন্দি জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। দাকোপ নৌ পুলিশের এএসআই মোঃ আকরাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে সহযোগীতা করেন। পরে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মবর্তা বাদল কৃষ্ণ সাহা, ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম, জাহিদ হাসান, সবুজ সরকার, নৌ পুলিশ সদস্যরা।

আজকের খুলনা
আজকের খুলনা