• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দলে আসছেন কর্নাটকের ১৭ পদচ্যুত বিধায়ক, দাবি বিজেপির

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কর্নাটকের পদচ্যুত বিধায়করা বিজেপি-তে যোগ দেবেন বলে ঘোষণা করলেন উপ-মুখ্যমন্ত্রী সি এন অশ্বত্থ নারায়ণ। তাঁর দাবি, আগামিকাল, বৃহস্পতিবারই তাঁরা পদ্ম শিবিরের অন্তর্ভুক্ত হতে চলেছেন। আজ বুধবার সাংবাদিকদের উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন, '১৭ জন পদচ্দেযুত বিধায়কদের সকলেই বিজেপি-তে যোগ দেবেন বলে আগ্রহ দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং রাজ্য সভাপতি নলিন কুমার র উপস্থিতিতে আগামী ১৪ নভেম্বর তাঁরা কাতীলের বিজেপি-তে যোগ দেবেন।' এ দিন সাংবাদিক বৈঠকে একই দাবি করেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নিজেও।

এ দিন বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গেও দেখা করেন উপ-মুখ্যমন্ত্রী। পদচ্যুত বিধায়করা কি কর্নাটক উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? প্রশ্ন করলে অশ্বত্থ নারায়ণ বলেন, 'বিজেপি-কে বিশ্বাস করেন বলেই ওঁরা দলে যোগ দিচ্ছেন। আগে ওঁদের যোগ দিতে দিন।' এ দিন সকালে কর্নাটকের পদচ্যুত কংগ্রেস ও জেডিএস বিধায়কদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সিদ্ধান্তে স্পষ্টই অখুশি জেডিএস। দলীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, 'ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অপব্যবহার করছেন কিছু রাজনৈতিক নেতা।'

উল্লেখ্য, ১৪ মাস ক্ষমতাসীন থাকার পরে চলতি বছরের জুলাই মাসে ১৭ জন বিক্ষুব্ধ বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে ক্ষমতাচ্যুত হয় কর্নাটকের তৎকালীন কংগ্রেস-জেডিএস জোট সরকার। তার জেরে বৃহত্তম একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রশাসনের মসনদে বসে বিজেপি।

আজকের খুলনা
আজকের খুলনা