• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় দায়সারাভাবে শেষ হলো ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা

আজকের খুলনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

শুক্রবার তেরখাদা উপজেলায় দায়সারাভাবে শেষ হলো ফলদ বৃক্ষ মেলা। প্রচার প্রচারনার না থাকায় ৩ দিনের মেলায় ছিলো না কোন দর্শনার্থী। উপজেলা পরিষদ চত্বরে মেলার প্যান্ডেলের মধ্যে কয়েকটি ষ্টলসহ নিন্মমানের কিছু চারা সাজিয়ে মেলার কার্যক্রম শেষ করা হয়।

তেরখাদা উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান গত মঙ্গলবার সঠিক নিয়মেই মেলার উদ্বোধন ও সেমিনার কর্যক্রমের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। কিন্তু দেখা যায়, উদ্বোধনের পর থেকে দায়সারাভাবে মেলার কার্যক্রম শেষ হয়েছে। বিষয়টি খোদ অফিস পাড়াতেই হাঁসির খোরাকে পরিনত হয়েছে। এমনিক মেলায় চারার সংখ্যা ও অর্থ বরাদ্ধের পরিমানও বলতে পারেননি উপজেলা কৃষি কর্মকর্তা নিজেই। 

 শুক্রবার মেলার শেষের দিনে উপজেলা কৃষি কর্মকর্তা কে বেলা ১২টারপরও মেলার প্যান্ডেলসহ অফিসে গিয়ে পাওয়া যায়নি। জানা যায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩দিন ব্যাপি এ মেলার নামমাত্র প্রচার প্রচারনা বিহীন আনুষ্ঠনিকতা দেখানো হয়। মেলার প্যান্ডেলের মধ্যে বেশির ভাগ চারা গাছগুলো ছিল পাতা ঝরা এবং শুকনো। কম দামে কেনা আমলকি, পিয়ারা, আতাফল, শরুফল, কতবেল, অরজুনসহ এসব চারা খুবই নি¤œমানের। মেলায় ঘুরতে আসা উপজেলার কাটেংগা এলাকার মামুনুর রশিদ, তেরখাদার পশ্চিম পাড়া এলাকার উজ্জল শেখ বলেন, মেলার প্যান্ডেলের ভিতরের ষ্টলগুলোতে কোন লোক জন নেই। মেলার এ কার্যক্রম দেখে তাদের হাস্যকর মনে হয়েছে।

চারার সংখ্যা ও অর্থের ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শাহনেওয়াজ সঠিক ভাবে বলতে পারেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বলেন, আমি শুধু মেলার উদ্বোধন করেছি এর বাইরে আমার কিছুই জানা নেই। উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণপদ পাল বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন।

আজকের খুলনা
আজকের খুলনা