• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন আবরারের ছোট ভাই

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন।

আজ দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেন ফায়াজ। এই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ঢাকা কলেজ থেকে আজকেই ছাড়পত্র নিয়েছি। এখনও কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে। সব আনুষ্ঠানিকতা শেষে ৩-৪ দিনের মধ্যে ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করা হবে।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার  কথা হয়েছে। আবরার ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে।’

আবরারকে দাফন করার দিন ফায়াজ গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘আর যাওয়া হবে না ঢাকা। ঢাকাতে আমাকে নিয়ে গিয়েছিল আমার ভাই। আমার ভাইয়া চাইতো আমি ওখানে থাকি। আমার ভাইয়ায় সম্পুর্ণ টেককেয়ার করতো। ভাইয়া নেই, সেখানে এখন আমি কীভাবে থাকবো।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের জেরে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে গত ৬ অক্টোবর নিহত হয় তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল এখন বুয়েট। এ ঘটনায় ছাত্রলীগ এরই মধ্যে ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।

আজকের খুলনা
আজকের খুলনা