• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্ন মূলক সভা

আজকের খুলনা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ্য থাকি এ স্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ জনসচেতনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়দুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,ডাঃ তুহিন বিশ^াস,ওসি পুস্পেন দেবনাথ (তদন্ত), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন,কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন, আ’লীগ নেতা হেফজুর রহমান প্রমূখ। বক্তারা বলেন,পরিস্কার পরিচ্ছন্নতার পাশা-পাশি সরকারী ভাবে এডিস মশা ও লার্ভা নিধনে শরের অলি-গলিতে যেমন মশক নিধন স্প্রে শুরু করছে। তেমনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মশক নিধনের ব্যবস্থা গ্রহণ না করা হলে মফস্বল এলাকার মানুষের মনে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করবে।

আজকের খুলনা
আজকের খুলনা