• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় নদী ভাঙ্গন ও দুর্যোগ মোকাবেলা কর্মশালা

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

ডুমুরিয়ায় নদী ভাঙ্গন ও দুর্যোগ প্রবন এলাকায় বসবাসরত অধিবাসীদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম’র সভাপতিত্বে ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন’র পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন,ওসি তদন্ত পুস্পেন দেবনাথ,চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু ও রেজোয়ান প্রমূখ। কর্মশালায় বক্তারা বলেন,নদী ভাঙ্গন ও দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক মানুষের সর্তক থাকা উচিৎ। পাশা-পাশি বেড়ীবাধ ও পরিবেশ রক্ষার্থে বেশী বেশী গাছ লাগানো দরকার। বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে তাল গাছের চারা রোপন খুব জরুরী।

আজকের খুলনা
আজকের খুলনা