• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় অবৈধ দুই ইটভাটাকে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ দুইটি ইটভাটা মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সঞ্জীব দাশ।

উপজেলা সহকারি কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়, ইট তৈরির জন্য মাটি ব্যবহারের অনুমোদন না থাকা, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া ইট পোড়ানো এবং ফসলি জমি ও আবাসিক এলাকার পাশে নদীর জায়গা দখল করে ইটভাটা স্থাপনের অভিযোগে বুধবার (২২ জানুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার মেসার্স সম্রাট ব্রিকসকে ৫০ হাজার টাকা ও মেসার্স টিএম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করে ভাটা দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে। এতে এলাকার পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমনকি ভ্রাম্যমাণ আদালত এ বছর অভিযান চালিয়ে যেসব ভাটা বন্ধ করে দেন, সেসব ভাটার অধিকাংশেই আবার ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সঞ্জীব দাশ সন্ধ্যায় বলেন, অবৈধভাবে ইট প্রস্তুতের কথা স্বীকার করায় ইটভাটার মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ ধারায় ভাটা দুটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্য করে কেউ বন্ধ করে দেওয়া ভাটা পুনরায় চালু করলে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা