• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ার শাহপুর পশুর হাট জম-জমাট

আজকের খুলনা

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

ডুমুরিয়ার শাহপুর এলাকার মানুষের পরিচালনায় ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী গুরু-ছাগলের হাট বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলেও পশু ও ক্রেতা-বিক্রেতা জম-জমাট দেখা গেছে।

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির হলেও সময় যত যাচ্ছে কোরবানির হাট ততই জমছে। এ পশুরহাটে ক্রয়-বিক্রয়তারা বর্ষা মৌসুমে পাচ্ছেন জল-কাদাবিহীন নিরাবিচ্ছিন্ন চলাচলের সুবিধা। ক্রেতা-বেক্রতাদের সেবা প্রদানের লক্ষো আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহলের ব্যবস্থা ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা,নিরাবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,ব্যাংকের তত্ত্বাবধনে জালনোট সনাক্তকরণ,হাটে আগত বিক্রেতার চিকিৎসা,পশু চিকিৎসা,পর্যাপ্ত খাবার হোটেল ও টয়েলেটের ব্যবস্থা রয়েছে। গরু ব্যবসায়ী আজিম বিশ্বাস বলেন,এবার সব দেশী গরু হাটে এসেছে।

এমনকি আমি নিজেও ১০/১২টি দেশী গরু হাটে এনেছি। বেচাকিনার বিষয় জানতে চাইলে তিনি বলেন,বরাবর এ হাটে সকালে বেচাকিনা একটু কম হয়,এখন যা দেখছেন বিকাল ৩টার পর থেকে আরও বেশী জম-জমাট দেখতে পাবেন।

আজকের খুলনা
আজকের খুলনা