• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় সমুদ্রগামী মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে ৪২ জন মৎস্যজীবীদর মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করেন । ১৫জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের পরিষদ চত্বরে চাল বিতরণ করা হয়েছে।

জানা যায় সরকার গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে ট্রলারের বা যান্ত্রিক নৌযানের মাধ্যমে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় এ মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

তার পরিপ্রেক্ষিতে এ চাল বিতরণ করেন,এসময় উপস্থিত ছিলেন খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, ইউপি সচিব কামরুল হাসান, তৈয়েবুর রহমান, ইউপি মহিলা সদস্যা পারুল বেগম, ইয়াসমিন আকতার, শেখ আব্দুল হান্নান, শেখ রবিউল ইসলাম, শেখ মহসিন হোসেন, মোল্লা আবুল কাশেম, মোল্লা মুজিবুর রহমান,হষরত আলী, সরদার শহিদুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম বিশ্বাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা