• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ড. কালাম স্মৃতি পদক পাচ্ছেন শেখ হাসিনা

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদকটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রেস উইং সূত্র।

আয়োজক কমিটি বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখায় পদকের জন্য শেখ হাসিনাকে মনোনীত করা হয়েছে। এ ছাড়াও আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাকে এই স্বীকৃতি দিতে চায় ভারত।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘ড. কালাম ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ পদক চালু করা হয়। পদকটি সেসব রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বা নেতাদের দেওয়া হয় যারা তাদের নিজস্ব ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন এবং তাদের নিজ দেশের জন্য সেরাটা অর্জনে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা