• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

টেকনাফে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে টেকনাফের সমুদ্রসৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’র সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল এবং মিয়ানমারের পক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু’র নেতৃত্বে ১৪ জনের প্রতিনিধিদল অংশ নেন।

সকাল সোয়া ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত চলা এ বৈঠকে সীমান্ত সু-রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান, কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহামেদ, রামু সেক্টর-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রহমান ও টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রুবায়াৎ কবীর প্রমুখ।

 

আজকের খুলনা
আজকের খুলনা