• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঝুঁকির মধ্যেও দায়িত্বে অটল খুলনা পুলিশ

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেই করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করে যাচ্ছে জেলা পুলিশ। করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠে রয়েছেন তারা। স্বাভাবিক কাজের পাশাপাশি তাই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে প্রায় দুই হাজার পুলিশ সদস্যকে।

এতে তারা যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছেন। নিজেদের সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না হলেও প্রত্যন্ত অঞ্চলে লকডাউন বাস্তবায়ন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রচার অভিযান, নির্ধারিত সময়ে হাটবাজার, দোকানপাট বন্ধ করা, বিদেশফেরত ব্যক্তির বাড়ি খুঁজে বের করা, সংক্রমিত ব্যক্তির হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ কর্মহীন ব্যক্তির বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা।

আর নিজেদের সুরক্ষাসহ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০ শয্যার বিভাগীয় পুলিশ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি এসব পুলিশ সদস্যের। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে প্রত্যেক পুলিশ সদস্যই নিজ দায়িত্বের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রেখে চলেছেন। এখন পর্যন্ত করোনায় খুলনায় কোনো পুলিশ সদস্যের মৃতু্য না হলেও সংক্রমিত হয়েছেন ২২ জন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবুল কালাম আজাদ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা পুলিশ শুরু থেকেই সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।

পুলিশ সুপার এসএম সফিউলস্নাহ (বিপিএম) বলেন, করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনামতো মাঠপর্যায়ে এখন পর্যন্ত ১২ হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, সদস্যদের করোনা ঝুঁকি মাথায় রেখে পুলিশ হেডকোয়ার্টার ও জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

আজকের খুলনা
আজকের খুলনা