• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

‘জ্বর মানেই ডেঙ্গু নয়, ডেঙ্গু মানেই মৃত্যু নয়’

আজকের খুলনা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

এ ক’টা দিন হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে ডেঙ্গুর রিপোর্ট করতে গিয়ে বিপদটা ভালো বুঝেছি। এ বিপদটা আসলে সবসময়ের, এজন্য সচেতনও থাকতে হবে সবসময়।

সামনেই ঈদ, তাই কিছু প্রস্তুতি:

* ঢাকাতে যিনি ডেঙ্গুতে ভুগছেন, তিনি দয়া করে ঈদে বাড়ি যাবেন না। এখানেই চিকিৎসায় থাকুন, মশারীতে থাকুন।

* গ্রামে গিয়ে যদি দ্যাখেন ডেঙ্গু ধরা পড়েছে, সেখানে চিকিৎসার পাশাপাশি মশারিতে থাকুন।

* ঢাকার বাসা বা কর্মক্ষেত্রগুলো ছাড়ার আগে জমাপানি রেখে যাবেন না, পানি জমতে পারে কোথাও, এমন সুযোগও রাখবেন না। কমোড বা লো কমোড (প্যান) ঢেকে যান, এসে প্রথম ফ্লাশ করবেন, তারপর ব্যবহার।

* শরীর যতটা সম্ভব আবৃত রাখুন, বিশেষ করে ঘাড় ও গোড়ালী এলাকা, নারী এডিস ওখানে কামড়াতে বেশি পছন্দ করে।

* স্প্রে বা মশার ওষুধ দেবেন মশা লুকানোর জায়গায়, এডিস উল্টো সারফেসে থাকে বেশি, দেয়াল বা খোলামেলা জায়গায় না।

* মৃত্যুর ঘটনা পর্যালোচনায় দেখা গেছে- আগেও ডেঙ্গু হয়েছিলো তাদের মধ্যে অনেকের। অর্থাৎ, এবার দ্বিতীয়বার ডেঙ্গুতে পড়েছিলেন। তাই যারা এরইমধ্যে এ রোগে ভুগেছেন, তারা আরো সাবধান থাকুন।

* শিশু, নারী, বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডেঙ্গুটা বেশি ঝুঁকির, তাই তাদের যত্নে রাখুন।

* সতর্ক থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না। জ্বর মানেই ডেঙ্গু নয়, ডেঙ্গু মানেই মৃত্যু নয়।

লেখক: সুইটি সাজেদা

আজকের খুলনা
আজকের খুলনা