• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. ফারাজানা ইসলামের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো।

আজ মঙ্গলবার পৌনে ৩ টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, হল ভ্যাকেন্ডের সিন্ধান্ত হয়েছে। ছেলে-মেয়ে সবারই বিকাল চারটার মধ্যে হল ছাড়তে হবে। বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে সিন্ডেকেটের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য অবরুদ্ধ দশা থেকে মুক্ত করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী’সহ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিন সহনশীলতা ও ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে বলে জানান ফারজানা ইসলাম।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। অপরদিকে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে চলমান অবরোধে টানা ১০ দিন প্রশাসনিক কার্যক্রম স্থগিত ছিল।

আজকের খুলনা
আজকের খুলনা