• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে অস্বস্তির মুখে ভারত

আজকের খুলনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকের শুরুতেই অস্বস্তিতে পড়লো নরেন্দ্র মোদি সরকার। আজ মঙ্গলবার জেনিভায় বৈঠকের শুরুতেই কাশ্মীর-প্রশ্নে ভারতকে বিঁধলেন জাত্যসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট।

মিশেল বলেন, ‘আমরা কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার দু’দিকেই মানবাধিকার লঙ্ঘনের খবর পাচ্ছি। সম্প্রতি ভারত সরকার কাশ্মীরে ইন্টারনেট যোগাযোগ ও শান্তিপূর্ণ সমাবেশ নিষিদ্ধ করেছে। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তান সরকারকে কাশ্মীরিদের মানবাধিকার রক্ষার আর্জি জানিয়েছি আমরা। এখন বিশেষত ভারতের কথাই বলতে চাই। আমার অনুরোধ, কাশ্মীরে কারফিউ তুলে নিক দিল্লি। মানুষকে ন্যূনতম পরিষেবা পাওয়ার সুযোগ দেওয়া হোক। যাঁদের আটক করা হয়েছে তাঁদের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে।’’

তাঁর বক্তব্য, ‘কাশ্মীর নিয়ে যে কোনও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সেখানকার বাসিন্দাদের সামিল করতে হবে।’

এছাড়া আসামের এনআরসি প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মিশেল। এনিয়ে তিনি বলেন, ‘এনআরসি-র চূড়ান্ত তালিকায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। ফলে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে।’

আজকের খুলনা
আজকের খুলনা