• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জলাবদ্ধ ভুতিয়ার বিলে পর্যাটকদের আগমন বেড়েই চলছে

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

বৃষ্টিশূন্য মেঘের মেকাপ, তারই মাঝে ফুটছে পদ্ম আর শাপলা ফুল। রোদের তীব্রতায় ফুলগুলো যেন অনেকটা নির্জীব। নির্ভত ভুতিয়ার বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা, আকুলতা, শুন্যতা ও গহীন বৃত্তান্ত কেবল তেরখাদা উপজেলাবাসী মর্মে মর্মে উপলদ্ধি করেছে।

বিলটির দিকে তাকালে সবুজ আর সোনালী ধানের পরিবর্তে পদ্ম ও শাপলা ফুল আর পানির ঢেউয়ের সাথে ভেষে থাকা সবুজ পদ্মপাতা চোখে পড়ে। ২০০৩ সাল থেকে ভুতিয়ার বিলে ২০ হাজার একক জমি স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছে। সেই থেকে স্থায়ী জলাবদ্ধতার ফলে উপজেলার ভুতিয়ার বিল পাড়ের তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের মাঝে নিরব দুর্ভিক্ষ চলছে। অভাবের তাড়নায় কাজের সন্ধানে এলাকা ছেড়ে চলে গেছে অনেক পরিবার।

যেসব পরিবারে গায়ে মাছের আশ্বঁটের গন্ধ ছিল তারা এখন শহরমুখী হয়ে কষ্টে দিন কাটাচ্ছে। যারা এলাকায় টিকে রয়েছেন তাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম এখন নৌকায় করে শাপলা, পদ্মর ফোপল, শামুক তোলা , মাছ শিকার আর পর্যটকদের নৌকায় ভ্রমন করিয়ে জীবিকা নির্বাহ করছে। ২০১৭ সালের ঈদ-উল-আযাহার পর থেকে বিনোদন প্রেমিরা ভুতিয়ার বিলটির সোনালী ধানের পরিবর্তে পদ্ম ফুল, শাপলা ফুল আর পানির ঢেউয়ে নৌকা নিয়ে নির্মল বাতাস ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কপত-কপতি, নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের উপচে পড়া ভীড় দেখা দেয়।

এর পর থেকে এখন প্রতিদিনই এখানে খুলনা সহ প্রত্যান্ত অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থীদের আগমন বেড়েই চলছে। দিন যাচ্ছে আর পর্যটকদের ভিড়ে বিনোদনপ্রেমীদের প্রিয় স্পট হিসেবে রূপ নিয়েছে। তবে প্রশাসনের পক্ষে নিরাপত্তার ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন এলাকার বিনোদন প্রেমিরা।

আজকের খুলনা
আজকের খুলনা