• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছেলে ধরা রোহিঙ্গা আতঙ্কঃ সম্পূর্ন গুজব

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মে ২০১৯  

 “ছেলে ধরা” রোহিঙ্গা আতঙ্কে দাকোপবাসী। রোহিঙ্গারা দিনে অথবা রাতে ছদ্দবেশে অপহরন কিংবা অন্য কোন অপরাধমূলক কর্মকান্ড করছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে দাকোপ উপজেলার সর্বএ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ন গুজব বলে জানানো হয়। গুজবে কান না দিয়ে দাকোপবাসীকে সর্তক থাকতে বলেন পুলিশ প্রশাসন। জানাযায়, গত শুক্রবার চালনা পৌরসভার কলেজপাড়া এলাকায় সন্ধা নামতেই খবর ছড়িয়ে পড়ে পাড়ায় ছেলে ধরা রোহিঙ্গা ঢুকেছে। এক কান দুকান করে এ খবর গ্রামময় ছড়িয়ে পড়তেই নীরিহ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় চালনা এম এম কলেজ সংলগ্ন মোঃ জব্বার তালুকদারের বাড়ি ছেলে ধরা রোহিঙ্গারা রহেছে ভেবে আক্রমন করতে আসে। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে যেয়ে জনতার রোষানল থেকে ভুয়া রোহিঙ্গাদের উদ্ধার করেন। এসময় অশান্ত জনতার রোষানল মোকাবেলা করতে যেয়ে এ,এস,আই জাফরের সাথে দাকোপ রিপোটার্স ক্লাবের সদস্য সাংবাদিক আজিজুর রহমানের ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়। এ,এস,আই জাফর বলেন, গুজবের সুএধরে আগত শত শত নীরিহ গ্রামবাসীদের মোকাবেলা করতে যেয়ে সাংবাদিক আজিজুর রহমানের গায়ে থাক্কা লেগে তার হাতে থাকা মোবাইল ফোনটি পড়ে যায়। ১৬ জন নারী-পুরুষের জীবন বাচাঁতে যেয়ে নিজের অজান্তে যদি কিছু ঘঠে থাকে সেটা অনাকাংঙ্গিত। এস,আই পলাশ দাশ জানান, কলেজ সংলগ্ন মোঃ জব্বার তালুকদারের বাড়ি ভাড়া নিয়ে ক্রোকারীজের সামগ্রী গ্রামে গ্রামে বিক্রয়ের জন্য ১৬ জন নারী-পুরুষ (কুমিল্লার বিভিন্ন থানার) অবস্থান করেন। তাদের ভোটার আইডি কার্ড যাচাই, কুমিল্লার বিভিন্ন থানা এবং উক্ত এলাকার চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে দেখা যায় তারা প্রকৃত ভ্রামমান ক্রোকারীজ ব্যাবসায়ী। সকল প্রমানের ভিত্তিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দাকোপ উপজেলা রিপোটার্স ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রতন কুমার মন্ডলের নেতর্েৃতে সাংবাদিক প্রতিনিধিদল দেখা করেন দাকোপ থানা অফিসার ইনচার্জ জনাব মাঃ মোকাররম হোসেনের সাথে। অফিসার ইনচার্জ জনাব মাঃ মোকাররম হোসেন বলেন, অতি উৎসাহী হয়ে ভিত্তিহীন গুজবে কান না দিয়ে আগন্তক কাউকে ছেলে ধরা রোহিঙ্গা ভেবে অপ-প্রচার না চালানোর জন্য দাকোপবাসীর প্রতি আহবান জানান।

  

আজকের খুলনা
আজকের খুলনা