• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছাদ থেকে ঝুপ করে বিছানায় পড়ল বিশাল সাপ!

আজকের খুলনা

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

সাপের ভয় কমবেশি সবারই আছে। বন-জঙ্গলে সাপ দেখলেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয় অনেকের। আর সেই সাপ যদি আপনার নরম তুলতুলে বিছানার ওপর থাকে তাহলে কেমন হবে?

এমনটিই ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। সেখানে একটি বাড়ির সিলিং থেকে একটি পাইথন বিছানার ওপর পড়ে। সে সময় বাড়িতে কেউ ছিল না। পরে বাড়ির মালিক এসে দেখে ভয় পায়। খবর পেয়ে সাপটিকে গ্রাসহাউস মাউন্টেনসে নিয়ে যায় সেখানকার কর্মীরা।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, Sunshine Coast Snake Catcher 24/7 তাদের ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি শেয়ার করে। যেখানে দেখা গেছে একটি পাইথন একটি রুমের সিলিং লাইটে বিশ্রাম নিচ্ছে৷ কিন্তু লাইটটি ভার নিতে না পারায় সাপটি পড়ে যায় নিচে থাকা বিছানার ওপরে৷ তবে ভাগ্য ভালো বলা যায়, কারণ সে সময় বিছানাতে ওই বাড়ির কেউ ছিলেন না৷ এই পোস্টে লেখা রয়েছে, ‘সিলিং লাইট থেকে একটি বড় পাইথন বিছানার ওপর এসে পড়ে৷ অনেকেই জিজ্ঞেস করেন রুফ স্পেস দিয়ে কী সাপ আসতে পারে৷ উত্তর না বলাই যায়, কিন্তু কখনও কখনও এমন ঘটনাও ঘটে৷ পাইথনটি লাইটের ওপর বিশ্রাম নিচ্ছিল কিন্তু সিলিং লাইট তার ভার নিতে পারায় সে পড়ে যায়৷ কিন্তু সে সময় পরিবারের কেউ বিছানায় ছিলেন না৷ তবে পরে এই সাপটিকে গ্রাসহাউস মাউন্টেনসে নিয়ে যাওয়া হয়।’

তবে তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পোস্টটি। ভাইরাল হয় বিছানায় সাপের বিশ্রাম নেয়া।

আজকের খুলনা
আজকের খুলনা