• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দলীয় মনোনয়ন প্রাপ্তদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে কর্মী সমর্থকদের নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে আচরণবিধির অংশ হিসাবে একজন প্রার্থীর সঙ্গে ৫ জন করে কর্মী সমর্থক ঢুকতে পেরেছেন নির্বাচন কমিশনে। এবার মেয়র পদে ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় প্রার্থিতা থেকে বাদ পড়লেও বর্তমান মেয়র আ জ ম নাছির মনোনয়ন পাওয়া প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নিয়ে যান নির্বাচন কমিশনে। সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। পরিকল্পিত নগরী গড়তে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

এখন পযন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিবাচনের সহকারী রির্টানিং অফিসার মুনীর হোসেন খান। আগামী ২৯ মার্চের এই নির্বাচনে ভোটার রয়েছে ১৯ লাখ ১৭ হাজার।

আজকের খুলনা
আজকের খুলনা