• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

চট্টগ্রামের ১২ বেসরকারি হাসপাতালকে করোনা রোগী চিকিৎসার নির্দেশ

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করে তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে পর্যাপ্ত আইসিইউ সুবিধা সম্বলিত চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিক ও মেডিকেল কলেজগুলোতে কত রোগী এবং তাদের কি কি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তা উল্লেখ করে আগামী ২২ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসানের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

১২ বেসরকারি হাসপাতাল হচ্ছে: চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতাল, জিইসির মেডিকেল সেন্টার, খুলশীর ইস্পেরিয়াল হাসপাতাল, কাতালগঞ্জের সার্জিস্কোপ হাসপাতাল, পাঁচলাইশের ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, নিজাম রোডের সিএসসিআর হাসপাতাল, মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতাল, নিজাম রোডের এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মেট্টোপলিটন হাসপাতাল ও মেহেদীবাগের ম্যাক্স হাসপাতাল।

আদালতে রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূইয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস শুনানি করেন।

আজকের খুলনা
আজকের খুলনা