• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য দিলরুবা ফায়জিয়া, অধ্যাপক মুকুল কুমার মল্লিকসহ অন্যরা।

 

পরে সফল প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠককে সম্মাননা প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে কিডনী, ক্যানসার, লিভার সিরোসীস, ষ্টোকে প্যারালাইসিস এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় ৪০ জন মানুষকে ২০ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। সবশেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে সমাজসেবা ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ, সুধীবৃন্দ ও প্রতিবন্ধীগণ অংশগ্রহণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা