• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

আসন্ন কপ-২৪-উপলক্ষে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়নসহ প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতসহ ৮ দফা দাবিতে সনাক খুলনা’র  মানববন্ধন করেছে। প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অর্থায়নে উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য আইনী বাধ্যতামূলক একটি ‘‘স্বচ্ছতা কাঠামো” অবলম্বন করে সংশ্লিষ্ট সকল অংশীজনের শুদ্ধাচার ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি বিবেচনা করে ঋণের পরিবর্তে শুধু অনুদান, যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিশ্রুতি হবে- এমন স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নের সংজ্ঞায়ন করাসহ আট দফা দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এরই প্রেক্ষাপটে আসন্ন কপ-২৪ উপলক্ষে আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা’র উদ্যোগে বুধবার খুলনা প্রেসক্লাব এর সামনে এক মানববন্ধন আয়োজন করেন ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আনোয়ারুল কাদির, সভাপতি, সনাক, খুলনা; এ্যাড. শামীমা সুলতানা শীলু, রাজেশ অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার-সিভিক এনগেজমেন্ট। মানববন্ধনের শুরুতে রাজেশ অধিকারী জলবায়ু অর্থায়নে প্রেক্ষাপট, জলবায়ু অভিযোজন নিশ্চিতে বৈশি^ক অবস্থা, বাংলাদেশের জলবায়ু তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনায় অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহসহ, আসন্ন কপ-২৪ সম্মেলনে টিআইবি’র প্রত্যাশা ও সুনির্দিষ্ট সুপারিশসমূহ তুলে ধরেন। 

আজকের খুলনা
আজকের খুলনা