• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে খুলনার ফুলতলা উপজেলায় এক গৃহবধূ এবং মহানগরীর হোগলাডাঙ্গা মোড়ে মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনায় ট্রাকচালকের এক সহকারী নিহত হন।

ফুলতলা উপজেলার দামোদর এলাকায় ট্রাকচাপায় নিহত গৃহবধূর নাম সাথী বেগম। দুর্ঘটনায় তার স্বামী আশরাফুল মল্লিকও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ২টার দিকে ফুলতলার গফুর মেমোরিয়াল ক্লিনিকের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সাথীর মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, স্বামী-স্ত্রী দুজন সাথীর অসুস্থ বোনকে দেখতে গফুর মেমোরিয়াল ক্লিনিকে যাচ্ছিলেন। তাদের বাড়ি উপজেলার দামোদর নতুনহাট এলাকায়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সাথীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্বামী গুরুতর আহত হলেও তিনি শঙ্কামুক্ত।

তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহানগরীর হোগলাডাঙ্গা মোড়ে নিহত ট্রাকচালকের সহকারী জিসানের বাড়ি সাতক্ষীরার বরজাবাটকা এলাকায়। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা তার ট্রাকটিকে অপর একটি ট্রাক ধাক্কায় দিলে তার মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার রাত ১টার দিকে কাঠবোঝাই একটি ট্রাক হোগলাডাঙ্গা সড়কে দাঁড়িয়ে ছিল। ওই সময় মাছবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জিসানের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর উভয় ট্রাকের চালক পালিয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। জিসানের মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা