• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় দু’শিশুর আকর্ষিক মৃত্যু, অভিযোগের তীর বায়োমিল দুধের দিকে

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

খুলনার ডুমুরিয়া উপজেলারা গুটুদিয়া গ্রামের ফারুক গোলদারের দশ মাস বয়সের দুই যমজ কন্যা সন্তান মারা গেছে। এ ঘটনায় পারিবার থেকে অভিযোগের উঠেছে বায়োমিল দুধ খায়ানোর কারনে শিশু দুইটির এমন আকর্ষিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘুমানোর পর আর জাগেনি ওই শিশু দুইটি। আজ সকালে বিছানায় তাদের মৃত্য অবস্থায় পাওয়া যায়।

নিহত শিশু দুটির নাম মারিয়া এবং ফারিয়া। তারা যমজ ছিল।

শিশু দুটির পিতা ফারুক গোলদার বলেন, রাত  দশটার দিকে ফিডারের দুধ খেয়ে বাচ্চা দুটি ঘুমিয়ে পড়ে। সকালে বাচ্চা দুটি আর ঘুম থেকে জেগে ওঠেনি। ঘুমানোর আগে তাদেরকে বায়োমিল-২ দুধ খাওয়ানো হয়েছিল। সকালে মৃত অবস্থায় তাদের নাক ও মুখ থেকে দুধ বের হচ্ছিল।

এ বিষয়ে ঘটনা জানতে পেরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাম্মদ শাহানাজ বেগম বাচ্চাদেরকে দেখতে যান। তিনি জানান, এ ঘটনায় দুধে কোন বিষ ক্রিয়া আছে কিনা জানার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা