• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

মঞ্জুর শেখ নামের দশম শ্রেণির এক ছাত্র মহানগরের বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে মারা গেছে। মঞ্জুর শেখের মৃত্যুর বিষয়টি গাজী মেডিকেলের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন। তিনি জানান, মনজুর শেখ গত শনিবার রাত ১১ টায় ভর্তি হয়েছিল।  

জানা গেছে, মঞ্জুর খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মো. বাবুল শেখ ওরফে বাবু’র ছেলে। মঞ্জুর দুই ভাই-বোনের মধ্যে বড়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থী মঞ্জুর শেখ কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিল। সাধারণ জ্বর ভেবে পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু কোনও উন্নতি না হওয়ায় শনিবার তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও সেখান থেকে তাকে ফেরত দেওয়া হয়। পরে থেকে নেওয়া হয় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তির  পর কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬ছয়টার দিকে মঞ্জুর মারা যায়।

আজকের খুলনা
আজকের খুলনা