• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় কোটি টাকার অবৈধ মোবাইলসহ আটক ৫

আজকের খুলনা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

খুলনা মহানগরীর নিউ মার্কেটে ০৬ টি দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ করেছে র‌্যাব-৬ । এসময়ে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশী মোবাইল বিক্রির অপরাধে পাঁচ জনকে আটক করা হয়েছে।

বোরবার (০৮ ডিসেম্বর) বিকেল ৫ টায় থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৬।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট এলাকার ০৬টি অবৈধ মোবাইলের দোকানে র‌্যাব-৬ অভিযান চালায়। এসময়ে ওই দোকানগুলো থেকে ১৭৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৪টি হেড ফোন এবং ১টি এ্যাপোল ওয়াচসহ ৫জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

জব্দকৃত মালামালগুলো হলো, ১৩৫টি রেডমি ব্রান্ডের মোবাইল, ১৫টি রিয়েলমি ব্রান্ডের মোবাইল, ১৪টি আই ফোন, ১১টি স্যামস্যাং, ৩টি ওয়ান প্লাস, ১টি ভিভো, ১টি  ৯এন-ওনার, ১টি অ্যাপল স্মার্ট ওয়াচ ও ৪টি অ্যাপল হেড ফোন।

আটককৃত অবৈধ মোবাইল ব্যবসায়ীরা হলেন, আমিনুল ইসলাম রনি(৩৫), আসলাম (২৫), রাসেল শেখ (২৫), মিরাজ হাসান (২০) ও রতন বাড়ৈ (২২)। তারা সকলে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব আরো জানায়, অভিযুক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে সরকারী কর ফাঁকি দিয়ে মোবাইল এনে জনসাধারণের কাছে কম মূল্যে বিক্রয় করছে। যার ফলে প্রতিদিন সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। তাদেরকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা