• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় এলজিইডির ৪১ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খুলনার ৪১টি গ্রামীণ সড়কের ৮০ কিলোমিটার উন্নয়নে কাজ শুরু হয়েছে। গত রোববার দিঘলিয়া উপজেলায় দৌলতপুর আরঅ্যান্ডএইচ-শাহাপুর জিসি (দিঘলিয়া অংশ) সড়কে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের কার্যক্রম হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণের (অন-পেভমেন্ট) কাজ শুরু করা হয়।

খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম কবীর জানান, খুলনা জেলার নয় উপজেলায় ৬ হাজার ৪৩৬ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে ৩ হাজার ২১১ দশমিক ৮০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ২০২০-২১ অর্থবছরে খুলনা জেলার জন্য ৪১টি সড়কের ৮০ দশমিক ৬১০ কিলোমিটার অংশ রক্ষণাবেক্ষণের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়, যার দরপত্র কার্যাদেশ পর্যায়ে আছে। খুলনা জেলার নয় উপজেলায় ১০১টি সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণে (অফ-পেভমেন্ট) ১৮ জন সুপারভাইজার ও ৩৫৫ জন কর্মী সমন্বয়ে কার্যক্রম চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রতন কুমার দে, খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী এএসএম কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা অঞ্চল দপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম নুরুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী দিঘলিয়া আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকৌশলী বটিয়াঘাটা প্রসেনজিৎ চক্রবর্তী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী নির্মল কুমার কুণ্ডুসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আজকের খুলনা
আজকের খুলনা