• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার ফুলতলায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রুম্মান হোসেন রোমিওর সহযোগি আরিফুল ইসলাম দিপুকে গ্রেফতার করেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ফুলতলার যুগ্মীপাশা এলাকার পশ্চিমপাড়ার সরদার বাড়ি মসজিদের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ১টি অত্যাধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরিফুল ইসলাম দিপু ওই এলাকার আলকা মধ্যপাড়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে। সে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা রুম্মন হোসেন রোমিও ও রুবেলের একান্ত সহযোগী বলে নিশ্চিত করেছে ডিবি। 

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎসসহ তার অন্যান্য সহযোগীদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তার বিরুদ্ধে ফুলতলার ইব্রাহিম হত্যা মামলাসহ ছিনতাই চাঁদাবাজী এবং ফুলতলার সাউথ বেঙ্গল পেট্রল পাম্প থেকে অস্ত্র ঠেকিয়ে দুইটি মোটরসাইলে তেল লোড করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া বাদী হয়ে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। আসামির সহযোগীদের গ্রেফতারসহ তাদের দখলে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের স্বার্থে মামলার তদন্তকারী অফিসার এস আই মুক্ত রায় চৌধুরী ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদনসহ আসামিকে আদালতে প্রেরন করেছেন। আসামির সহযোগীদের গ্রেফতারে ডিবি পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আজকের খুলনা
আজকের খুলনা