• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার কয়রায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলার কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীসহ ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে হুমকির মুখে পড়েছে উপকূলীয় জনপদের প্রায় লক্ষাধিক মানুষ।

বিশেষ করে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী ভাঙন কবলিত এলাকা থেকে অবাধে বালু উত্তোলন করায় নদী ভাঙনের মাত্রা বেড়েই চলেছে। সর্বশান্ত হচ্ছে ভাঙন কবলিত এলাকার মানুষ। ১৫ ফেব্রুয়ারি উপজেলার সদর ইউনিয়নের সদ্য ভাঙন কবলিত ২নম্বর কয়রা স্লুইস গেটের পাশে পাউবো’র বেড়িবাঁধ সংস্কারে কপোতাক্ষ নদীর ঝুঁকিপূর্ণ স্থানে কয়রা সদর ইউনিয়নের এক জনপ্রতিনিধির নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিলো। বিষয়টি এলাকাবাসী বিভিন্ন দপ্তরে জানালেও বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না। অবশেষে গ্রামবাসী স্থানীয় এক সংবাদ কর্মীর মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসককে জানানোর সাথে সাথেই তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরই আলম সিদ্দিকী ঘটনাস্থলে এসে বালু উত্তোলন বন্ধ করে দেন। এসময় ওই জনপ্রতিনিধিকে তিরস্কার করেন। পাশেই ভাঙনকবলিত হরিণখোলা এলাকায় হেরিংবন্ড রাস্তা নির্মাণে সদর ইউনিয়নের আরো এক জনপ্রতিনিধি অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সহকারী কমিশনার (ভূমি) সেখানে গিয়েও বালু উত্তোলন বন্ধ করে দেন। এভাবে প্রতিদিন কপোতাক্ষ ও শাক বাড়িয়া নদী থেকে প্রায় অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রেখেছে। বছরের পর বছর এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলন। এতে করে ভাঙনের কবলে পড়ে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। নদী ভাঙনের কবলে পড়ে পাল্টে গেছে কয়রা উপজেলার মানচিত্র। এ ব্যাপারে জানতে চাইলে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে কয়রা উপজেলা নির্বাহি অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)কে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা