• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় পুলিশের কঠোর নজরদারি ফাকা রাস্তাঘাট!

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার থেকে সারাদেশের ন্যায় খুলনায়ও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বিভাগীয় শহর খুলনার রাস্তায় কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। ফলে শহরে এক ধরণের নিরবতা বিরাজ করছে। অপ্রয়োজনে কেউ বের হলে ভ্রাম্যমান আদাদতের মাধ্যমে তাকে জরিমানা হচ্ছে।

বুধবার ( ১৪ এপ্রিল) অন্যন্য দিনের মত রাস্তা -ঘাটে কোন রিকশা, ইজিবাইক, মাহিন্দ্রা মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা যাচ্ছেনা। দোকানপাঠ, মার্কেট সব বন্দ রয়েছে।

খুলনা মহানগরীর রয়্যাল মোড়, বঙ্গবন্ধু স্কয়ার (ময়লাপোতা), শিববাড়ী মোড়, ফেরীঘাট, পিকচার প্যালেস ও রূপসা ট্রাফিক মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে আছে পুলিশ। জনবহুল রূপসা ও জেলখানা ঘাটে প্রশাসনের উপস্থিতিতে প্রয়োজন ছাড়া কাউকে পারাপার করতে দেয়া হচ্ছেনা।

একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আজকের লকডাউন সম্পর্কে আগে থেকেই বলা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা একদম’ই কাউকে বাইরে বের হতে দিচ্ছি না। রাস্তাও আজকে ফাঁকা, রাস্তায় চলাচল করতে মুভমেন্ট পাশ ফলো করছি।

উল্লেখ‌্য, করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল ও কার্যক্রমে বিধি—নিষেধাজ্ঞা আরোপের পর আজ বুধবার থেকে আটদিনের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই লকডাউনে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি—বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা