• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় রাত ৮ টার পরে কেরাম বোর্ড খেলা বন্ধ

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

খুলনার কয়রা উপজেলায় রাত ৮ টার পরে কেরাম বোর্ড খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি ও অবৈধ সুটকির খটি ঘর বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে ইতোমধ্যে সকল পূজামন্ডপে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করা হবে। পূজার সময় উঠতি বয়সী ছেলেদের বেপরোয়া মটর সাইকেল চালানো নিয়ন্ত্রণ, জুয়া বা মাদকের আসর না বসানো, নারীদের ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, কয়রার আমাদী ইউনিয়নের একটি ওয়ার্ডের সরকারি দলের প্রভাবশালী এক নেতা ও তার কিছু আত্মীয় স্বজন দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী।

আজকের খুলনা
আজকের খুলনা