• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালন

আজকের খুলনা

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ মার্চ সকালে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে ।আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী ,শোভাযাত্রা,রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা। র‌্যালী ও শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। ইন্সট্রাকটর নাজমুল হুদার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা, নাসিমা আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ খান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, বীমা কোম্পানির উপজেলা সমন্বয়কারী রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উপজেলা শাখা ম্যানেজার মোঃ অহিদুজ্জামান, ডেলাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার আলিউজ্জামান তায়জুল, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মাওঃ রাকিবুল ইসলাম, মাওঃ আবুল হাসান, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার কুদরতে এলাহী, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার ইব্রাহিম হোসেন, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার আবু দাউদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পূর্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন বীমা কোম্পানিতে যোগদান করেছিলেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজ বঙ্গবন্ধুর জন্ম শত বর্ষে ১লা মার্চ দিনটি সরকার প্রথম জাতীয় বীমা দিবস ঘোষনা করেছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

আজকের খুলনা
আজকের খুলনা