• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কুড়িগ্রামে দিনমজুরদের দেয়া হচ্ছে সরকারি সহায়তা

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনার প্রাদুর্ভাব এড়াতে সাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করায় দিনমজুরদের আয় কমে গেছে। তাদের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে বিশেষ সহায়তা। 

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কুড়িগ্রামের ১০ পৌরসভার গোরস্তান পাড়া, বানিয়াপাড়া, হাটিরপাড়, ভেলাকোপা, টাপু ভেলাকোপা, কৃষ্ণপুর, ডাকবাংলো পাড়া, চর কুড়িগ্রাম এবং নাজিরাসহ বিভিন্ন পাড়া-মহল্লার ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ ও ১টি করে লাইভবয় সাবান দেওয়া হয়।    

সকালে পৌরসভা চত্বরে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও পৌরসভার মেয়র মো. আব্দুল জলিলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ৫ জনকে এই সহায়তা দেওয়া হয়।

এরপর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সরকারি সহায়তার খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেন।

জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, প্রথম পর্যায়ে ১০ লাখ ২০ হাজার টাকা এবং ৩৪ মে. টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ দিয়ে ৩ হাজার ৪০০ পরিবারকে এই সহায়তা দেওয়ার কার্যক্রম চলছে। এর মধ্যে সদর উপজেলায় ৫০০ পরিবার, ভূরুঙ্গামারীতে ৪৩০ পরিবার, নাগেশ্বরীতে ৬৫০ পরিবার, ফুলবাড়ীতে ২৬০ পরিবার, রাজারহাটে ৩১০ পরিবার, উলিপুরে ৬০০ পরিবার, চিলমারীতে ২৬০ পরিবার, রৌমারীতে ২৬০ পরিবার ও রাজিবপুরে ১৩০ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা