• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাল হাশরে মানুষের আফসোসগুলো...

আজকের খুলনা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

আমাদের যোহর যায় ব্যস্ততায়, আসর যায় বিশ্রামে, মাগরিব যায় ঘরে ফেরার তাগিদে, এশা যায় ক্লান্তিতে, ফজর যায় গভীর নিদ্রায়। এভাবেই মানুষ ভুলে বসে আছে মহান আল্লাহ তায়ালাকে।

আর এ ভুলে থাকা বা অবহেলার কারণে মানুষ কাল হাশরে আফসোস করবে, হায়! আমি যদি আরেকবার সুযোগ পেতাম।’ কিন্তু সেদিন কারো আফসোস কোনো কাজে আসবে না।

তো চলুন পবিত্র কোরআনে উল্লেখি কাল হাশরের মানুষের সেই আফসোসগুলো জেনে নিই-

(১) ‘হায়! আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।’ (সূরা: নাবা, আয়াত: ৪০)।

(২) ‘হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।’ (সূরা: আল ফজর, আয়াত: ২৪)।

(৩) ‘হায়! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। (সূরা: সূরা আল হাক্বক্বাহ, আয়াত: ২৫)।

(৪) ‘হায়! আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’ (সূরা: ফুরকান, আয়াত: ২৮)।

(৫) ‘হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.) এর আনুগত্য করতাম।’ ( সূরা: আহযাব, আয়াত: ৬৬)।

(৬) ‘হায় আফসোস! আমি যদি রাসূলের (সা.) পথ অবলম্বন করতাম।’ (সূরা: আল ফুরকান, আয়াত: ২৭)।

(৭) ‘হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।’ ( সূরা: আন-নিসা, আয়াত: ৭৩)।

(৮) ‘হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম।’ (সূরা: কাহফ, আয়াত: ৪২)।

(৯) ‘তারা বলবে: কতই না ভালো হত, যদি আমরা পুন: প্রেরিত হতাম; তা হলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।’ (সূরা: আনআম, আয়াত: ২৭)।

দেখুন কাল হাশরের মাঠে কেউ কারো উপকারে আসবে না। সেদিন কঠিন হিসাবের সময় স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, পিতা তার পুত্রকে দেখে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার জন্মদাতা মাকে দেখে পালিয়ে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। কেউ কারো উপকারে আসবে না। 

আজকের খুলনা
আজকের খুলনা