• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাঁচা মরিচ চাষে সুরেশ্বর মল্লিকের সফলতা

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯  

খুলনার ডুমুরিয়ায় কাঁচা মরিচ চাষে অধিক সফল হয়েছেন বর্গাবাষী কৃষক সুরেশ্বর মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ানের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের মৃত অধীর মল্লিকের পুত্র। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার নিজস্ব কোন আবাদযোগ্য জমি না থাকায়, জমি বর্গা নিয়ে তিনি কাঁচা মরিচের চাষ করেছেন।

উপজেলা কৃষি দপ্তরের পরামর্শে উন্নত জাতের বল্টু কাচা মরিচের আবাদ করেছেন। বর্তমানে ৫০ শতাংশ জমিতে কাচা মরিচের আবাদ করেছেন তিনি। বাজার দর ভাল থাকায় তিনি অধিক লাভবান হবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। এছাড়া বেগুন ও পটল সবজির আবাদ রয়েছে। তিনি মৌসুমি বিভিন্ন প্রকার সবজি ও তার বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কারে ভূষিত হন।

ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন জানান, বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক একজন পেশাদার ভাল মানের কৃষক। সে সংশ্লিষ্ট অফিসের পরামর্শে সবজি উৎপাদনে অধিক লাভবান হয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা