• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় বন্ধ ঝুকিঁপূর্ণ মাছের আড়ৎ খুলে দিলেন ইউএনও!

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  


করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে সারাদেশে বাজার, দোকানপাট, অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না একটি বন্ধ মাছের আড়ৎ খুলতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র সমালোচনা করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, পাইকগাছা উপজেলা সদরে একটি মাছের আড়ৎ করোনাভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ওই আড়ৎটি আবার খুলে দেওয়া হলে সেখানে বিভিন্ন স্থান থেকে শত শত লোকজন মাছ নিয়ে এসে কেনা বেঁচা শুরু করে। স্থানীয়রা জানতে পেরে এ বিষয়ে মাছের আড়তের ব্যবসায়িদের কাছে জানতে চাইলে তারা ইউএনও খুলে দিয়েছেন বলে জানান। পরে আলাউদ্দীন রাজা নামে স্থানীয় এক ব্যাক্তি এ ব্যাপারে ছবিসহ ফেসবুকে পোস্ট দিলে এলাকায় সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে পাইকগাছা মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি আঃ জব্বার বলেছেন, উপজেলা প্রশাসন কয়েকটি শর্তে আড়ৎ খুলতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। তবে সেই শর্ত মাছ বিক্রেতারা মানছেন না বলেও জানান তিনি। 

এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, মাছ ব্যবসায়িরা আড়ৎটি খুলতে বেশ কিছুদিন ধরে বলছিলেন। মাছ পচনশীল দ্রব্য যে কারণে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আড়ৎ খুলতে বলা হয়েছে। একই সাথে তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে মাছ কেনা বেচার নির্দেশ দেওয়া হয়েছে।

পাইকগাছা উপজেলা পরিষদেও চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু শর্ত দিয়ে আড়ৎটি খোলা জন্য মৌখিকভাবে বলা হয়েছিল। তারা যদি শর্ত না মানে তাহলে আবারও বন্ধ করে দেওয়া হবে। 
 

আজকের খুলনা
আজকের খুলনা