• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা মোকাবিলায় বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ আজ

আজকের খুলনা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস মহামারিতে উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে ফোনালাপ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । সোমবার সন্ধ্যা ৬টায় ওয়াং ই ড. মোমেনকে ফোন করবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বন্ধুপ্রতীম চীন। এখন প্রতিদিন বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে এই মহামারির কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের আমদানি, রফতানিসহ বৈশ্বিক বাণিজ্য প্রায় থেমে গেছে। এমন অবস্থায় চরম অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি কিভাবে বৈশ্বিকভাবে মোকাবেলা করা যায় সেসব নিয়ে আলোচনা করবেন দুই মন্ত্রী। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশের পাশে আরও দৃঢ়ভাবে থাকার প্রতিশ্রুতি জানাবে চীন।

উল্লেখ্য, চীন এ পর্যন্ত ১০ হাজার ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও এক হাজার থার্মোমিটার, ৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে।

এছাড়া চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন আরও ৩০ হাজার কিট অনুদান হিসেবে দিয়েছে বাংলাদেশকে।

এসব সহায়তার জন্য বাংলাদেশের জনগণর পক্ষ থেকে চীনকে ধন্যবাদ জানাবেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের যেসকল মেগা প্রকল্পে চীন কাজ করছে করোনার প্রভাব কাটিয়ে সেগুলোতে কিভাবে সময়মত কাজ করা যায় সেসব নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানায় সূত্র।

আজকের খুলনা
আজকের খুলনা