• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা নিয়ে গুজব ঠেকাতে অভিযান

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

চলামান করোনা পরিস্থিতিতে কোনো ধরনের গুজবের কান না দেয়ার পরামর্শ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিভিন্ন থানা এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কথা বলেন এসব নির্দেশনা দেন পুলিশ সুপার।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে সাড়াপ্রদান ও বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরও বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ নামে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের প্রত্যেককে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিশেষ ব্রিফিং করা হয়েছে। এই টিম দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে এবং গুজব থেকে বিরত থাকতে সবাইকে পরামর্শ দিচ্ছে। যারা গুজব ছড়াবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। করোনা পরিস্থিতিতে কেউ গুজবে কান দেবেন না।

এদিকে, গুজব ঠেকাতে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে বুধবার জেলার পুঠিয়া, দুর্গাপুর ও গোড়াদাড়ীতে অভিযান চালিয়ে ১১ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবারও চলছে বিশেষ অভিযান।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, করোনা নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপকহারে গুজব ছড়ানো হচ্ছিল রাজশাহীতে। গুজব রোধ, সাধারণ মানুষকে সচেতন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। জনস্বার্থে এই অভিযান চলবে।

আজকের খুলনা
আজকের খুলনা