• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কঠোর লকডাউনেও খোলা থাকবে গার্মেন্টস

আজকের খুলনা

প্রকাশিত: ২২ জুন ২০২১  

করোনাভাইরাসের বিস্তার রোধে সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে খোলা থাকবে গার্মেন্টস কারখানা।

সোমবার বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, লকডাউনের মধ্যেও নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সাত জেলায় গার্মেন্টস কারখানা চালু থাকবে।

তিনি বলেন, করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নোটিশ জারি করেছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, তৈরি পোশাকখাত এর আওতাবহির্ভূত থাকবে।

এর আগে, বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউনের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই ৯ দিন এসব জেলা ‘ব্লকড’ থাকবে।

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

আজকের খুলনা
আজকের খুলনা