• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এসএ গেমস : মালদ্বীপের বিপক্ষেও জিততে পারল না বাংলাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

নয় বছর পর ফুটবলে সোনা জয়ের মিশন নিয়ে নেপালে এসেছে বাংলাদেশ দল। অলিম্পিক দলের ছায়ায় পুরো জাতীয় দল খেলছে এসএ গেমসে। তাদের কোচ হিসেবেও আছেন জাতীয় দলের কোচ জেমি ডে। এই দল নিয়ে বাংলাদেশ সোনা জিততে পারবে তেমনটাই প্রত্যাশা ছিল সবার।

কিন্তু প্রথম ম্যাচে সোমবার ভুটানের কাছে ১-০ গোলে হেরে সেই প্রত্যাশায় দারুণ চপেটাঘাত খায়। আজ মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে ১-১ গোলে। তাতে সোনা জয়ের মিশনে খাদের কিনারায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচ জিতে অবশ্য সুযোগ রয়েছে ঘুরে দাঁড়িয়ে সোনা জয়ের দৌড়ে থাকার।

মঙ্গলবার সন্ধ্যায় নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অবশ্য গোলটি বাংলাদেশের কেউ করেনি। এ সময় মালদ্বীপের অধিনায়ক আরবরাম আব্দুল ঘানি আত্মঘাতি গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। রবিউলের লম্বা থ্রো রিয়াদুল হাসান রাফির হেড গোলরক্ষক ফিস্ট করার পর সামনে থাকা আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায়।

তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জেমি ডে’র শিষ্যরা। ৭০ মিনিটে গোছালো ফুটবল খেলা মালদ্বীপ সমতায় ফেরে। এ সময় সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে মাহুদে হোসাইনের নেওয়া শট বাংলাদেশের জালে জড়ায়। তাতে ফেরে সমতা। এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

আজকের খুলনা
আজকের খুলনা