• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এবার সুশান্ত স্মরণে গাইলেন মেহরাব

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

সুশান্ত সিং রাজপুত, মহামারি ছাপিয়ে যিনি এখনও কোটি ভক্তের বিষণ্নতার বড় কারণ হয়ে আছেন। তার এই হঠাৎ প্রস্থানে বলিউড ফুঁসে উঠেছে। ভালোবাসার প্রতিধ্বনি মিলছে ঢাকাই শিল্পীদের পক্ষ থেকেও।

চলতি মাসের প্রথম সপ্তাহে বলিউডের এই অকাল প্রাণকে স্মরণ করে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল কণ্ঠে তুলেছেন ‘ছিচ্চোরে’ ছবির ‘খৈরিয়াত’ গানটি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখ।

সেই ধারাবাহিকতায় ১৬ জুলাই মধ্যরাতে নিজের ইউটিউব চ্যানেলে রাজপুতের অন্য একটি গান প্রকাশ করেন সংগীতশিল্পী মেহরাব। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির এই গানটির নাম ‘গুলাবি’। গানটির কথা-সুর ঠিক রেখে নিজের সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন মেহরাব। এটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রশংসা কুড়াচ্ছেন এই শিল্পী।

মেহরাবের ভাষ্য এমন, ‘এই গানটি এমনিতেই আমার অসম্ভব প্রিয়। কারণ, গানটির ধরণ বেশ আলাদা। আর আমার স্ত্রী রুশী এই নায়কের অসম্ভব ভক্ত। একে একে দুই হলো। এরসঙ্গে যুক্ত হলো, সুশান্তের হঠাৎ চলে যাওয়া। সত্যি বলতে, তার এই প্রস্থানে আমরা হতাশ হয়ে পড়ি। বলতে পারেন সেই হতাশা থেকে নিজেদের বের করে আনার জন্য গানটি করেছি। চেষ্টা করেছি, কষ্ট মুছে গানে গানে প্রিয় মানুষটার প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি নিশ্চয়ই আমাদের এই বার্তাটি শুনছেন।’

মেহরাব জানালেন, গানটির অডিও ট্র্যাক তিনি নিজে বানালেও ভিডিও তৈরিতে ক্যামেরা চালিয়েছেন তার স্ত্রী রুশী চৌধুরী। যিনি নিজেও একজন মডেল, যদিও তার মূল পরিচিতি ছাত্র রাজনীতিতে।

গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে ঝুলে থাকায় অ্যাসপিক্সিয়ার (অক্সিজেনের ঘাটতিতে দম বন্ধ হওয়া) কারণে মারা গেছেন তিনি। তার ঘরে পাওয়া গেছে প্রেসক্রিপশন ও অ্যান্টি ডিপ্রেশন ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।

সুশান্তের শেষ ছবি ‘ছিচ্চোরে’ (২০১৯) দর্শকদের প্রশংসা পেয়েছে। মাত্র ৩৪ বছরের জীবনে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। কঠোর পরিশ্রমে পায়ের তলার মাটি শক্ত করেছেন। তিল তিল করে বলিউডে অবস্থান গড়েছেন। হঠাৎ স্বেচ্ছায় মৃত্যুর দুয়ার খুলে চলে গেলেন অনন্তযাত্রায়। ভারতে এখনও তার মৃত্যুর শোক চলছে। সবার একটাই কথা, ছেলেটা সত্যি খুব তাড়াতাড়ি চলে গেলো।

অকাল প্রয়াত এই নায়কের জীবনের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাবে ডিজনি হটস্টারে, ২৪ জুলাই।

 
আজকের খুলনা
আজকের খুলনা